
মোঃ আবুসাঈদ ইসলাম, নাগেশ্বরী থেকেঃ
কুড়িগ্রাম-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী সাইফুর রহমান রানাকে বিজয়ী করতে তৃণমূলে ব্যাপক তৎপরতা চলছে।
রবিবার (২৪ডিসেম্বর ) দুপুরে নাগেশ্বরী উপজেলার কচাকাটা ইউনিয়নের ২ নং ওয়ার্ড মোঃ মামুনুর রশিদ এর বাড়ীর উঠানে নারী ভোটারদের অংশগ্রহণে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
দুপুর ২টা থেকে শুরু হওয়া এ বৈঠকে প্রায় ৪ শতাধিক নারী ভোটারের উপস্থিতি এলাকাজুড়ে নির্বাচনী উত্তাপ ছড়িয়ে দেয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি প্রার্থী সাইফুর রহমান রানা’র সহধর্মিণী ও কুড়িগ্রাম জেলা বিএনপির সাবেক সদস্য মোছাঃ শামিমা রহমান আপন। উঠান বৈঠকে শামিমা রহমান বলেন, ‘জামায়াত এখন বেহেশতের টিকিটের কথা বলে ভোট চাইছে। কিন্তু বেহেশতে যেতে হলে নামাজ, রোজা, হজ্জ-যাকাতের প্রয়োজন—কোনো মার্কায় ভোট দিলেই বেহেশতের টিকিট পাওয়া যায় না।’
তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় এলে ধানের শীষকে বিজয়ী করতে পারলে প্রতিটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। কোনো মা-বোন বঞ্চিত হবেন না বলেও আশ্বাস দেন তিনি। দল-মত নির্বিশেষে উন্নয়নের স্বার্থে ধানের শীষ প্রতীকে ভোট চাওয়ার আহ্বান জানান তিনি।
এদিকে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে সকাল ১২টা থেকে বিকেল পর্যন্ত কচাকাটা ইউনিয়নের বিভিন্ন এলাকায় বিএনপির প্রচারণা চলে। নেতারা দাবি করেন, জনগণের প্রত্যাশা এবার বিএনপির দিকে ঝুঁকছে।
বৈঠকে ঘরে ঘরে প্রচারণা জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয় এবং প্রশাসনের কাছে শান্তিপূর্ণ ও প্রতিযোগিতামূলক নির্বাচনি পরিবেশ নিশ্চিতের আহ্বান জানানো হয়।



