oppo_0
১০ম গ্রেডের দাবিতে কুড়িগ্রামে মেডিকেল টেকনোলজিস্ট ও ডিপ্লোমা ফার্মাসিস্টদের কর্মবিরতি

কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামে মেডিকেল টেকনোলজিস্ট (সকল) ও ডিপ্লোমা ফার্মাসিস্টদের ১১তম গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নীতকরণের দাবিতে দুই ঘণ্টার কর্মবিরতি পালন করেছে মেডিকেল টেকনোলজিস্ট ও ডিপ্লোমা ফার্মাসিস্ট ১০ গ্রেড বাস্তবায়ন পরিষদের জেলা শাখা। রবিবার (৩০ নভেম্বর) সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের সামনে এ কর্মবিরতি পালন করা হয়।
এ সময় বক্তব্য দেন সিনিয়র মেডিকেল টেকনোলজিস্ট হাফিজুর রহমান, এরশাদ আলী, রোকনুজ্জামান সরকার রোকন, পরিবার পরিকল্পনার ফার্মাসিস্ট রাসেল অভি, ফার্মাসিস্ট আসাদুজ্জামান শামীম, রেজাউল করিম, মমিনুল ইসলাম এবং শিক্ষার্থীদের মধ্যে লাম আলিফ ইমতিয়াক ও হাবিবুর রহমান হাবিবসহ অনেকে।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও সমশিক্ষাগত যোগ্য ডিপ্লোমা প্রকৌশলী, নার্স ও কৃষিবিদদের মতো তাদের ১০ম গ্রেডে উন্নীত না করায় পেশাজীবীদের মধ্যে গভীর অসন্তোষ তৈরি হয়েছে। ২০২৪ সালের অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে তারা স্বাস্থ্য অধিদপ্তর ও স্বাস্থ্য মন্ত্রণালয়ে আবেদন করেন। এর প্রেক্ষিতে স্বাস্থ্য অধিদপ্তর ১ জানুয়ারি ২০২৫ তারিখে স্বাস্থ্য সেবা বিভাগে প্রস্তাব পাঠায়। সর্বশেষ ১৬ নভেম্বর ২০২৫ তারিখে ফাইলটি জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হলেও এখনো উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি।
পেশাজীবীরা অভিযোগ করেন, বারবার কাগজপত্র যাচাই ও দাপ্তরিক জটিলতার কারণে তাদের ন্যায্য দাবি আটকে রয়েছে। দ্রুত ১০ম গ্রেড বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করে তারা জানান, দাবি আদায় না হলে আন্দোলন আরও তীব্র হবে। আগামী ৩ ডিসেম্বর অর্ধদিবস কর্মবিরতি ও ৪ ডিসেম্বর থেকে লাগাতার কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করা হবে বলেও হুঁশিয়ারি দেন বক্তারা।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category



