জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী ২০২৫ উপলক্ষে ফুলবাড়ীতে স্কুল মিল্ক ফিডিং কর্মসূচির শুভ উদ্বোধন

মোস্তাফিজার রহমান(জাহাঙ্গীর) কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ফুলবাড়ীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী ২০২৫ উপলক্ষে তিনটি প্রাথমিক বিদ্যালয় স্কুল মিল্ক ফিডিং কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সোমবার ০১ ডিসেম্বর সকাল এগারোটায় উপজেলার ফুলবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এর উদ্বোধন করেন সহকারী কমিশনার ভূমি ও ভারপ্রাপ্ত ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আনোয়ার হোসাইন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আরিফুর রহমান কনক,ভেটরিনারি সার্জন ডা: মো: মওদুদ হাসান,ফুলবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মর্জিনা বেগমসহ প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-
শিক্ষিকা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও অনুষ্ঠানে অংশ নেন। এসময় দুধের পুষ্টিগুণ ও খাদ্য নিরাপত্তা সম্পর্কে শিক্ষার্থীদের অবহিত করেন। দুধ পেয়ে শিক্ষার্থীদের মাঝে উৎসাহ ও আনন্দের ছাপ দেখা যায়। সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তারা দুধ গ্রহণ করে এবং এ ধরনের উদ্যোগ নিয়ে সন্তোষ প্রকাশ করে।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category



