প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৬, ২০২৫, ১:৫৩ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২, ২০২৫, ৫:২৩ অপরাহ্ণ
নিয়োগ বিধি বাস্তবায়নের দাবিতে পরিবার পরিকল্পনা কর্মচারীদের কর্মবিরতি
চিলমারী(কুড়িগ্রাম) প্রতিনিধি:
পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন পরিবার কল্যাণ পরিদর্শিকা (FWV), পরিবার কল্যাণ সহকারী (FWA) ও পরিবার পরিকল্পনা পরিদর্শক (FPI) দের দ্রুত নিয়োগবিধি বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামের চিলমারীতে কর্ম বিরতি ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল থেকে দিনব্যাপী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্ত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এসময় বক্তারা বলেন, দীর্ঘ সময় ধরে চাকরি করে আসলেও নিয়োগ বিধি না থাকায় পদন্নোতিসহ বিভিন্ন সুযোগ সুবিধা থেকে ১৯৭৬ সাল থেকে বঞ্চিত হয়ে আসছি। বিশাল জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করে যাচ্ছি। কিন্তু আমাদের কথা কেউ চিন্তা করছেন না। তাই দ্রুত আমাদের যুক্তিক দাবি মেনে নিতে হবে। তা না হলে আমাদের এই আন্দোলন চলতেই থাকবে।
এসময় বক্তব্য রাখেন, এফপিআই দিল খায়ের আকন্দ, আ.হালিম, তৌফিকুর রহমান, এফডব্লিউভি মর্জিনা পারভীন ,মাসুদা আক্তার, মহসেনা বেগম এবং এফডব্লিউএ শাহিদা আরবী, হিমা আরা লিজা, মোশেদা, মৌসুমী সাহা প্রমুখ।
Copyright © 2025 Channel 69. All rights reserved.