কুড়িগ্রামে মজিদা আদর্শ ডিগ্রী কলেজে নবীন বরণ অনুষ্ঠিত

কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামের মজিদা আদর্শ ডিগ্রী কলেজে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত নবীন বরণ অনুষ্ঠান হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) কলেজ প্রাঙ্গণে মজিদা আদর্শ ডিগ্রী কলেজের আয়োজনে নতুন শিক্ষার্থীদের স্বাগত জানাতে শিক্ষক-শিক্ষার্থী সবাই রঙিন সাজে সেজে ওঠে।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মজিদা আদর্শ ডিগ্রী কলেজের গভর্নিং বডির সভাপতি মো: হাসিবুর রহমান (হাসিব)। বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা বিএনএনপির সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ, পিপি অ্যাভোকেট বজলুর রশিদ, জেলা এনসিপির আহ্বায়ক মুকুল মিয়া, কলেজ ছাত্রদল, শিবিরের নেতৃবৃন্দ, শিক্ষার্থী, অভিভাবক প্রমুখ। আলোচনা সভায় সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মো: আবেদ আলী।

এ সময় বক্তরা বলেন, শিক্ষাজীবন শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ নয়, ভালো মানুষ হিসেবে গড়ে ওঠাই সর্বোচ্চ অর্জন। উচ্চশিক্ষার প্রথম ধাপে তোমাদের জন্য এই প্রতিষ্ঠান হবে নতুন স্বপ্ন ও সম্ভাবনার পথচলা।
নবীনদের স্বাগত জানাতে কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা সাংস্কৃতিক পরিবেশনা, শুভেচ্ছা বক্তব্য এবং অভিজ্ঞতা বিনিময় করেন। পুরো অনুষ্ঠানজুড়ে ছিল উৎসবের আমেজ।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category



