
নাগেশ্বরী প্রতিনিধি
কুড়িগ্রামের নাগেশ্বরী সীমান্ত দিয়ে নারীসহ ৯ জন ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশ-ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি) তাদের আটক করে একই সীমান্তপথে ফেরত পাঠিয়েছে বলে জানিয়েছে।
বিজিবি ও স্থানীয় সীমান্তবাসী সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৪ ডিসেম্বর) মধ্যরাতে নাগেশ্বরী উপজেলার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী সীমান্ত দিয়ে ৩জন নারীসহ মোট ৯ জন ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশ-ইন করে বিএসএফ। ভোরের দিকে তারা বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে কেদার ইউনিয়নের সাহেবেরখাষ এলাকায় অবস্থান নেয়।
পরবর্তীতে গোলের হাট ও কচাকাটা বাজার এলাকার বিভিন্ন সড়ক দিয়ে চলাচলের সময় বিজিবির সদস্যরা তাদের আটক করেন।
আটক ব্যক্তিদের মধ্যে ভারতের আসাম রাজ্যের বঙ্গাইগাঁও জেলার জুবিগোবা থানার মালেগড় এলাকার বাসিন্দা শাহার আলী জানান, তারা দীর্ঘদিন ডিটেনশন ক্যাম্পে ছিলেন। পরে বিএসএফ রাতের আঁধারে কাঁটাতারের বেড়া অতিক্রম করে তাদের বাংলাদেশে প্রবেশ করিয়ে দেয়। তাদের দলে নারীসহ মোট ৯জন ছিলেন।
এ বিষয়ে কুড়িগ্রাম-২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক বলেন, পুশ-ইন করা ব্যক্তিরা সীমান্ত এলাকার মধ্যেই অবস্থান করছিলেন। তাদের আটক করে একই সীমান্তপথে ফেরত পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, এ ধরনের ঘটনায় ভবিষ্যতে যাতে পুনরাবৃত্তি না ঘটে, সে বিষয়ে বিএসএফের সঙ্গে আনুষ্ঠানিকভাবে আলোচনা করা হবে।



