গোবিন্দগঞ্জের শালমারা হল্ট ষ্টেশন এলাকায় করতোয়া এক্সপেক্স টেনের চালকের বিচক্ষনতায় অল্পের জন্য রক্ষা পেল রেলের যাত্রীরা

উজ্জল হক প্রধান, গাইবান্ধা প্রতিনিধিঃ
গাইবান্ধার গোবিন্দগঞ্জের শালামারা ষ্টেশন এলাকায় চালকের বিচক্ষনতায় অল্পের জন্য রক্ষা পেল রেলের ৫শতাধিক যাত্রী। তবে ট্রেনের ধাক্কায় দুর্ঘটনা শিকার একটি পাওয়ার ট্রলির ইঞ্জিন ট্রলি থেকে বিচ্ছিন্ন হলেও কোন হতাহতের ঘটনা ঘটেনি।
শুক্রবার বেলা পৌনে ১২টার দিকে শালমারা রেলষ্টেশন এলাকায় এই ঘটনা ঘটে। বোনার পাড়া জিআরপি থানার অফিসার ইনচার্জ কামাল উদ্দীন জানান শালমারা রেল ষ্টেশন এলাকার একটি অরক্ষিত রেলক্রসিং দিয়ে ইটবোঝাই একটি পাওয়ার ট্রলি পারাপার হচ্ছিল। এসময় সান্তাহার থেকে বুড়িমারি গামী করতোয়া এক্সপ্রেস ৭১৩ ট্রেনটি কাছাকাছি চলে আসে। ট্রেনের চালক সমুহ বিপদের আশংকায় ট্রেনের গতি কমিয়ে দেয়। তারপরেও ট্রেনটি এসে ইটবোঝাই পাওয়ার ট্রলিকে ধাক্কা দিলে সেটি ভেঙে যায়। পরে স্থানীয় লোকজন ও জিআরপি থানার পুলিশের সহায়তায় পাওয়া ট্রলিটি সেখান থেকে সরিয়ে নিলে ট্রেনটি চলে যায়। এঘটনায় কোন হতাহতে ঘটনা ঘটেনি।
শালমারা ইউপির প্যানেল চেয়ারম্যান তৌফিজুর রহমান তৌফিক বিষয়টি নিশ্চিত করেছেন।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category



