প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৩০, ২০২৫, ৪:৪৩ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৭, ২০২৫, ২:৪২ অপরাহ্ণ
কুড়িগ্রামে সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস ৪ দিন থেকে সূর্যের দেখা মেলেনি

কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামে হিমেল হাওয়ার দাপটে জেঁকে বসেছে শীত।তাপমাত্রা কমতে থাকায় বেড়েছে তীব্রতা মধ্যরাত থেকে সকাল পর্যন্ত কুয়াশায় ঢাকা থাকছে চারদিক।শীতের তীব্রতায় ভোগান্তিতে পড়েছে মানুষজন।
আজ A শনিবার সকাল ৬ টায়জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১১দশমিক ২ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড করেছে রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র।
গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ দশমিক ৪ ডিগ্রী সেলসিয়াস।এছাড়া গত ৩দিন ধরে কুড়িগ্রামের আকাশে সূর্যের দেখা মেলেনি।
দিনের অধিকাংশ সময় সূর্য মেঘে ঢাকা থাকছে।সন্ধ্যারপরথেকেসকাল পর্যন্ত হিমেল বাতাসে শীতের তীব্রতা বেশী অনুভূত হতে হচ্ছে ।
অন্যদিকে, কুয়াশা ও শীতের তীব্রতায় কৃষি শ্রমিক ও খেটে খাওয়া মানুষগুলো বিপাকে পড়েছে।
বাস, ট্রাক,নৌকা সময় মত থাকতে পারছে না। রাস্তায় হেডলাইট দিয়ে ধীর গঠিত চলছে যানবাহন। এদিকে অসহায় নিম্ন আয়ের মানুষরা কাজে ঠিক মত না দেওয়ায় বিপাকে পড়েছে পরিবার-পরিজন নিয়ে।
শীত নিবারণে অসহায় -দুঃস্থ মানুষ খড়কুটো জ্বালিয়েনিশ্চিহ্ন উষ্ণতা নেওয়ার চেষ্টা করছেন।
পশুর শীত নিবারণে চটের বস্তা হিসেবে ব্যবহার করছেন। অপরদিকে,হিমেল বাতাসে শীতের কবলে পড়েছে জেলার উপর দিয়ে প্রবাহিত ১৬ টি নদ-নদী তীরবর্তী ৪ শতাধিক চর ও দ্বীপ চরের হত দরিদ্র মানুষগুলো।
কুড়িগ্রাম রাজারহাট কৃষিআবহাওয়া পর্যবেক্ষণাগারেরভারপ্রাপ্তকর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, ডিসেম্বরের শেষদিকে কুড়িগ্রাম জেলায় শৈত্যপ্রবাহ দেখা দিতে পারে। এতে পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার আশঙ্কা রয়েছে।
কুড়িগ্রামসদরজেনারেলহাসপাতালেরসিভিলসার্জনডা:স্বপনকুমারবিশ্বাস জানান, শীতের প্রভাবে অন্যান্য সময়ের তুলনায় শীতজনিত রোগীর সংখ্যাও বাড়ছে। জেলা সদর হাসপাতালসহ নয়টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিনই বাড়ছে সর্দি–কাশি, জ্বর ও নিউমোনিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা। চিকিৎসকদের মতে, শিশু ও বৃদ্ধরা সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ - পরিচালক আব্দুল্লাহ আল মামুন বলেন, তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামলে বোরোবীচতলার ক্ষতি হতে পারে। আমরা কৃষকদের পরামর্শ দিচ্ছি।
কুড়িগ্রাম জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ জানান, এবছর ঠান্ডায় নয়টি উপজেলায় অসহায় মানুষের মাঝে প্রথম পর্যায়ে ২২ হাজার কম্বল বিতরণ চলমান আছে।
Copyright © 2025 Channel 69. All rights reserved.