
আলমগীর হোসাইন,
কুড়িগ্রামের চিলমারীতে উত্তরা বিজনেস ক্লাবের আয়োজনে দূর্গম চরাঞ্চলে ১২ শতাধিক শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র কম্বল, জ্যাকেট, লেডিস্ চাদর ও শিশু কন্যাদের পোশাক বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২৬ ডিসেম্বর) উপজেলার রমনা ইউনিয়নের ব্যাপারী পাড়া, মাষ্টার পাড়া,এমপির মোড়, চিলমারী ইউনিয়নের কড়াই বরিশাল, চর শাখাহাতি ও অষ্টমীর চর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অসহায় শীতার্ত মানুষের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উত্তরা বিজনেস ক্লাব লিমিটেড এর সভাপতি আলী মর্তুজা দিপু চৌধুরী, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মেহেদী হাসান রফিক, সাংগঠনিক সম্পাদক মোঃ আইনুল হক নাহিয়ান, যুগ্ম সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার জাহিদুল ইসলাম জাহিদ, সহ-দফতর সম্পাদক আশিষ ইকবাল উল্লাস, অর্থ সম্পাদক মোঃ মনির হোসেন, চিলমারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজী মোঃ আমিনুল ইসলাম, স্থানীয় ব্যাবসায়ী মোঃ এহসানুল হক প্রমুখ।
এসময় সংগঠনটির সভাপতি আলী মর্তুজা দিপু চৌধুরী বলেন, আমাদের এই সামান্য উপহারটুকু পেয়ে চরাঞ্চলের অসহায় দরিদ্র ও হতদরিদ্র পরিবারগুলোর মুখে হাসি দেখতে পেয়েছি, আশা করি আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।



