
গাইবান্ধা প্রতিনিধিঃ
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ইউনিলিভারের ডিস্ট্রিবিউটর মেসার্স এস এম ট্রেডার্সের অফিসে ১২ থেকে ১৩ লাখ টাকা চুরির ঘটনা ঘটেছে।
রবিবার (২৮ ডিসেম্বর) ভোর সাড়ে ৪টা থেকে ৫টার মধ্যে পৌর শহরের ঢাকা-রংপুর মহাসড়ক সংলগ্ন দক্ষিণ বাসস্ট্যান্ড পান্তাপাড়া এলাকায় এ চুরির ঘটনা ঘটে।
অফিস কর্তৃপক্ষ জানান, রবিবার ভোরে কয়েকজন চোর মুখে মাস্ক পড়ে ভবনের পিছনের দেওয়াল ড্রিল মেশিন দিয়ে কেটে গোডাউনে প্রবেশ করে অফিসের দরজা ভেঙ্গে লকার এবং বিভিন্ন টেবিলের ড্রয়ার ভেঙ্গে ১২ থেকে ১৩ লাখ টাকা চুরি করে নিয়ে যায়। গতকাল ব্যাংক বন্ধ থাকার টাকাগুলো অফিসে রাখা হয়েছিল। এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
মেসার্স এস এম ট্রেডার্সের সত্ত্বাধিকারী সৈয়দ আশরাফুল আলম মানিক বলেন, আজ সকালে ফোনে শুনলাম অফিসে দুর্ধর্ষ চুরি হয়েছে। দ্রুত অফিসে এসে দেখি গোডাউনের পিছনের দেওয়াল কাটা, ভিতরের দরজা ভাঙ্গা, লকার ও বিভিন্ন টেবিলের ড্রয়ার ভেঙ্গে ১২ থেকে ১৩ লাখ টাকা নিয়ে গেছে। এর আগেও এখানে চুরির ঘটনা ঘটছে। এমন অবস্থায় আমাদের পক্ষে ব্যবসা পরিচালনা করা দুষ্কর হয়ে পড়েছে। আমরা আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে এই চুরির ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে চোরদের গ্রেফতার ও ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তা চাই।
ম্যানেজার আপেল মিয়া বলেন, আমরা ৭০ থেকে ৮০ জন লোক এখানে কাজ করি। আজ আমাদের অফিসে বড় ধরনের চুরি হয়েছে। আমাদের আয়ের টাকায় সংসার চলে। এখন যদি প্রতিষ্ঠানটি বন্ধ হয়ে যায়, তাহলে আমাদের সবাইকে পথে বসতে হবে। আমাদের দাবি পুলিশ তদন্ত করে দ্রুত চোরদের গ্রেফতার করে টাকাগুলো উদ্ধার করুক।
গোবিন্দগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) পবিত্র কুমার বলেন, চুরির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।



