স্টাফ রিপোর্টার:
গাজীপুরের বোর্ডবাজার এলাকায় কোচ থেকে নামা যাত্রীর গহনা, টাকাসহ জিনিসপত্র অস্ত্রের মুখে ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা।
শনিবার (২৭ ডিসেম্বর) ভোর ৬টার দিকে গাজীপুরের বোর্ডবাজার বাসস্ট্যান্ডের অদূরে আল হেরা তেল পাম্প এলাকায় আলহেরা তেল পাম্প এলকায় ঘটনাটি ঘটে। এ ঘটনায় কোচের যাত্রী গাইবান্ধা সদরের আফিফা আক্তার গাজীপুরের গাছা থানায় আহনাফ এন্টারপ্রাইজের চালক মনির এবং সুপারভাইজার রুবেলকে অভিযুক্ত করে একটি অভিযোগ করেছেন।
জানা যায়, শুক্রবার রাত ১১টায় গাইবান্ধা সদর থেকে ভুক্তভোগী তার স্বামীসহ আহনাফ ট্রান্সপোর্ট প্রাইভেট লি. এর ঢাকা-মেট্রো-ব-১৫-৩৩১৭ কোচে গাজীপুর বোর্ড বাজারের উদ্দেশ্যে যাত্রা করে। শনিবার ভোরে বোর্ডবাজার বাসস্ট্যান্ডে তাদের নামিয়ে দেওয়ার জন্য সুপারভাইজার ও ড্রাইভারকে জানায়। অদৃশ্য কারণে ওই স্ট্যান্ডে গাড়ি না থামিয়ে আল হেরা তেল পাম্পের পরে জনশূন্য একটি স্থানে নেমে দেয়। সেখানে নামার সাথে সাথেই সিএনজি যোগে ছিনতাইকারীরা তাদের অস্ত্রের মুখে জিম্মি করে শরীরে থাকা এক ভরি ওজনের সোনার গহনা, স্বামীর কাছে থাকা নগদ ১২ হাজার টাকা এবং তাদের সাথে থাকা লাগেজ ছিনতাই করে নিয়ে যায়।
ভুক্তভোগী জানান, সুপারভাইজার ও ড্রাইভার ইচ্ছা করেই বার বার বলার পরেও তাদের নির্দিষ্ট স্থানে গাড়ি না থামিয়ে কৌশলে জনশুন্য স্থানে নামিয়ে দেওয়ায় তাদের যোগসাজসেই আমরা ছিনতাইকারীর কবলে পরি। এটা পরিকল্পিত ছিনতাই। আমি তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।