
কুড়িগ্রামের নাগেশ্বরীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্টের সমাজসেবামূলক সংগঠন ‘ট্যুর ডি ফোর্স’-এর আয়োজনে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এ সময় উপজেলা নির্বাহী অফিসারকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
রবিবার ২৮ ডিসেম্বর নাগেশ্বরী উপজেলার রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শারমিন জাহান লুনা।
এ সময় আরও উপস্থিত ছিলেন প্রভাষক আজহারুল ইসলাম আল আমিন, ইউপি চেয়ারম্যান দীপ মন্ডল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সমাজসেবামূলক সংগঠনের সভাপতি সাব্বির আহমেদ, কোষাধ্যক্ষ আহাদ সিদ্দিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও নাগেশ্বরীর সন্তান আদনান ইবনে আজহার, রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকবুল হোসেন, সহকারী শিক্ষক কানিছ ফাতেমা, নীলফামারী মেডিকেল কলেজের শিক্ষার্থী রাকিন সাদাবসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে অতিথিরা শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য আয়োজকদের প্রশংসা করেন। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানান, নাগেশ্বরী উপজেলার বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।