Oplus_131072
চিকিকিৎসা জন্য ৫৪ বিজিবি’র আর্থিক অনুদান প্রদান

মো সোহেল রানা, দীঘিনালা সংবাদদাতা,
সাজেক বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি) পক্ষ থেকে চিকিৎসার জন্য আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
রবিবার (২৯ডিসেম্বর) দুপুরে বাঘাইহাট ব্যাটালিয়ন ৫৪বিজিবি সদর দপ্তরে ৫৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ মহিউদ্দিন ফারুকীর নির্দেশনায়, মেডিকেল অফিসার ক্যাপ্টেন হাসান ইমাম এএমসি, সাজেক ইউনিয়নের বাগাইহাট গুচ্ছগ্রামের স্নেহ কুমার কে চিকিৎসার জন্য আর্থিক অনুদান প্রদান করেন।
৫৪ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ মহিউদ্দিন ফারুকী বলেন, সীমান্তের সুরক্ষার পাশাপাশি, মানবিক কাজে করে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি দূর্গম এলাকায় বসবাসরত জনগোষ্ঠীর অসহায় দুস্থ মানুষের সেবা অব্যাহত থাকবে।
স্নেহ কুমার আর্থিক অনুদান পেয়ে বলেন, চিকিৎসার জন্য বিজিবি আমাকে অনুদান দিয়েছে আমি ৫৪ বিজিবি’র প্রতি কৃতজ্ঞ।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category



