ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় গরু চুরি মামলায় যুবক গ্রেপ্তার

মোঃ আনোয়ার হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় একটি গরু চুরি মামলার তদন্তে রবিউল আলম(২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২৮ ডিসেম্বর) তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। গ্রেপ্তারকৃত রবিউল আলম ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার ফুলতলা গ্রামের আব্দুল জব্বারের ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৫ নভেম্বর ২০২৫ তারিখে রুহিয়া থানায় একটি গরু চুরির ঘটনা ঘটে। উক্ত ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয় (মামলা নং-৫, তারিখ: ২৫/১১/২০২৫; জিআর নং-৮৪/২৫)। মামলাটি হওয়ার পর থেকেই তদন্তে নামে রুহিয়া থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে রুহিয়া থানা পুলিশের একটি চৌকস দল অভিযান চালিয়ে অভিযুক্ত রবিউল আলমকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এবং তদন্তে ওই চুরির ঘটনার সাথে তার সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায়। রবিবার আইনি প্রক্রিয়া শেষে আসামিকে ঠাকুরগাঁও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। আদালত শুনানি শেষে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ প্রদান করেন। রুহিয়া থানা পুলিশ জানায়, এলাকায় চুরি ও অপরাধ দমনে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category



