মোঃ আবুসাঈদ ইসলাম, নাগেশ্বরী
নাগেশ্বরী–ভুরুঙ্গামারী-কচাকাটা আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব সাইফুর রহমান রানা নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সোমবার ২৯ ডিসেম্বর দুপুরে নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে তিনি আনুষ্ঠানিকভাবে তার মনোনয়নপত্র জমা দেন। এ সময় তার সঙ্গে বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র জমা দেওয়ার পর আলহাজ্ব সাইফুর রহমান রানা বলেন, জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে তিনি নির্বাচনে অংশগ্রহণ করেছেন। কুড়িগ্রাম-১ আসনের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করার অঙ্গীকারও ব্যক্ত করেন তিনি।
এদিকে মনোনয়নপত্র জমা উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে বিএনপি নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যায়।