
কুড়িগ্রাম প্রতিনিধি:
ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা বিএনপি। শনিবার (১৩ ডিসেম্বর) দুপুর ১২টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপির উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
জেলা বিএনপি কার্যালয় সংলগ্ন কেন্দ্রীয় ঈদগাহ মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় মিছিলকারীরা হামলার ঘটনার তীব্র নিন্দা জানান এবং দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে শহরের কলেজ মোড়ে গিয়ে শেষ হয়।
মিছিল পূর্ব এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, জেলা যুবদলের সভাপতি রায়হান কবির, জেলা ছাত্রদলের সভাপতি আমিমুল ইহছান প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, আসন্ন নির্বাচনকে বানচাল করতেই একটি মহল ধারাবাহিকভাবে অস্থিরতা সৃষ্টি করছে। নির্বাচন ঘিরে বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি করে গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার অপচেষ্টা চলছে। কণ্ঠরোধ করতে পরিকল্পিতভাবে হামলা চালানো হচ্ছে। এসব ষড়যন্ত্র রুখে দিতে সবাইকে সজাগ ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা।
বক্তারা অবিলম্বে হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে ওসমান হাদির দ্রুত সুস্থতা কামনা করে তারা বলেন, ভবিষ্যতে এ ধরনের রাজনৈতিক সহিংসতা বন্ধে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
সমাবেশে জেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।



