
মোঃ আবুসাঈদ ইসলাম নাগেশ্বরী প্রতিনিধি
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানা কর্তৃক মাদক ও জঙ্গিবাদ প্রতিরোধ, নারী ও শিশু নির্যাতন রোধ, বাল্যবিবাহ প্রতিরোধ, ডিজিটাল নিরাপত্তা/সাইবার বুলিং এবং ট্রাফিক সচেতনতা বিষয়ক একটি সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
উক্ত উঠান বৈঠকে সভাপতিত্ব করেন কচাকাটা থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ সোহেল রানা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি নিজেই।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেদার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আনিছুর রহমান তোলাব্যাপারী, কেদার ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি এনামুল হক সাহেব, সেক্রেটারি আব্দুল বাতেন সাহেব, কেদার ইউনিয়ন ইসলামী আন্দোলনের সভাপতি হাফেজ নুরুল ইসলাম সাহেব, কেদার ইউনিয়নের চেয়ারম্যান, কচাকাটা বাজার বণিক সমিতির সভাপতি জনাব আউয়াল হাজী সাহেবসহ সচেতন নাগরিক সমাজের প্রতিনিধিবৃন্দ।
সভাপতির বক্তব্যে অফিসার ইনচার্জ জনাব মোঃ সোহেল রানা বলেন, মাদক চোরাচালান, বাল্যবিবাহ এবং নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সকলের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। পাশাপাশি তিনি পুলিশ সদস্যদের উদ্দেশ্যে পরামর্শ দেন—যেন কোনো সাধারণ নিরপরাধ মানুষ হয়রানির শিকার না হয়, সে বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে।



