ফুলবাড়ীতে মহান বিজয় দিবস পালিত

মোস্তাফিজার রহমান(জাহাঙ্গীর)
কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিভিন্ন আয়োজনে মহান বিজয় দিবস/২০২৫ পালন করেছে উপজেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সাংস্কৃতিক সংগঠন। সকাল ৬ টা ৪১ মিনিটে উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনারে ৩১ বার তোপধ্বনীর মাধ্যমে দিবসের কর্মসূচির সুচনা করে উপজেলা প্রশাসন। এরপর শহিদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পন করে উপজেলা প্রশাসন, ফুলবাড়ী থানা পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ, বিএনপি ও এর সকল অঙ্গ সংগঠন, উপজেলা স্বাস্থ্য বিভাগ, এবি পার্টি, এনসিপি, প্রেসক্লাব ফুলবাড়ী, উপজেলা প্রেসক্লাব, ফুলবাড়ী উপজেলা প্রেসক্লাব, সাংবাদিক ঐক্য পরিষদসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন। সকাল ৮ টায় উপজেলার সর্ববৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান ফুলবাড়ী ডিগ্রী কলেজ ক্যাম্পাস শহিদ মিনারে পুষ্পার্ঘ্য অপর্ন ও আলোচনা সভার আয়োজন করে। সকাল ৯ টায় জছিমিঞা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার দিলারা আকতার। এরপর আকর্ষনীয় কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করে বাংলাদেশ পুলিশ, আনসার ও ভিডিপি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, রোভার ও গার্লস ইন রোভার এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার হোসাইন,ফুলবাড়ী থানার ওসি মাহমুদ হাসান নাঈম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড এর আহবায়ক মজিবর রহমান, ফুলবাড়ী ডিগ্রী কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম রিজু, জছিমিঞা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবেদ আলী, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি লোকমান হোসেন সরকার, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মাওলানা আব্দুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, প্রতিষ্ঠান প্রধান, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক, শিক্ষক শিক্ষার্থী ও সূধীজন। সকাল সাড়ে ১০ টায় মুক্তিযোদ্ধা সংবর্ধনা ওসাড়ে ১১ টায় প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয় ওই মাঠে। অন্যদিকে সকাল সাড়ে ৯ টায় বিজয় রেলির আয়োজন করে উপজেলা শাখা জামায়াতে ইসলামী
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category



