ফুলবাড়ী ডিগ্রি কলেজে অনুষ্ঠিত হলো “ফুল শিক্ষাবৃত্তি” পরীক্ষা–২০২৫ অনুষ্ঠিত

মোস্তাফিজার রহমান(জাহাঙ্গীর)
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ফুলবাড়ী ডিগ্রি কলেজে শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে “ফুল শিক্ষাবৃত্তি” পরীক্ষা–২০২৫। শনিবার ২৭ ডিসেম্বর সকাল ১১ টায় এ পরীক্ষা শুরু হয়। পরীক্ষায় ফুলবাড়ী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নার্সারি থেকে দশম শ্রেণি পর্যন্ত মোট ৭৫৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। নির্ধারিত সময়সূচি অনুযায়ী সুশৃঙ্খলভাবে পরীক্ষা সম্পন্ন হয়।
আজকের এ পরীক্ষায় কেন্দ্র পরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করেন ফুলবাড়ী ডিগ্রী কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম (রিজু)। এ সময় কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম,
উপজেলা প্রাথমিক ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা ইয়াসিন আলী, সহকারি শিক্ষা অফিসার লিপিকা রানী, ফাইট আনটিল লাইট ( ফুল) এর পরিচালক আব্দুল কাদের সহ আরো অনেকে।
ফাইট আনটিল লাইট ( ফুল) এর পরিচালক আব্দুল কাদের জানান,আমরা শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভার বিকাশ ও প্রতিযোগী মনোভাব গড়ে তোলার লক্ষ্যে-ফুল শিক্ষাবৃত্তির আয়োজন করেছি। আমরা সকলের সহযোগিতা কামনা করছি যাতে ফুল শিক্ষাবৃত্তি পরীক্ষা চলমান থাকে।
পরীক্ষা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্র সচিব অধ্যক্ষ আমিনুল ইসলাম (রিজু) জানান, শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় সব ধরনের সুবিধা নিশ্চিত করা হয়েছে। ফলে পরীক্ষার্থীরা স্বস্তির সঙ্গে পরীক্ষায় অংশগ্রহণ করতে পেরেছে। ফুল এর পরিচালক আব্দুল কাদের এই কার্যক্রমকে সাধুবাদ জানাচ্ছি। এ ধরনের কার্যক্রম চলমান রাখতে প্রত্যাশাও করছি।
শিক্ষা সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের শিক্ষামূলক পরীক্ষা শিক্ষার্থীদের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category



